মেহেরপুরে এল‌জিএস‌পি ৩ প্রকল্পের অর্জন বিষয়ক অব‌হিতকরণ কর্মশালা

মেহেরপুরে লোকাল গভর্ন‌্যান্স প্রজেক্ট ৩ ( এল‌জিএস‌পি) ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনু‌ষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের স‌ম্মেলন ক‌ক্ষে স্থানীয় সরকারের উপপ‌রিচালক মৃধা মো: মুজা‌হিদুল ইসলামের সভাপ‌তিত্বে কর্মশালায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন সি‌ভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সি‌দ্দিকী। মূল প্রতিপাদ‌্য উপস্থাপন করেন এল‌জিএস‌পি প্রক‌ল্পের ডি‌স্ট্রিক্ট ফ‌্যা‌সি‌লেটর সোহরাব হো‌সেন।

বাংলা‌দেশ সরকার ও বিশ্বব‌্যা‌কের যৌথ বরা‌দ্দে ২০১৭ সা‌লের জানুৃযা‌রি এ প্রকল্প শুরু হয় সারা‌দে‌শের সকল ইউ‌নিয়ন প‌রিষদে। প্রকল্প‌টি শেষ হবে চল‌তি বছ‌রের ডিসেম্বরে।

কর্মশালায় বি‌ভিন্ন সরকা‌রি দপ্ত‌রের কর্মকর্তা, এন‌জি‌ও কর্মকর্তা, শিক্ষক প্রতি‌নি‌ধি, ‌বি‌ভিন্ন ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান, বি‌ভিন্ন গণমাধ‌্যমে কর্মরত সাংবা‌দিক, ব‌্যবসায়ী প্রতি‌নি‌ধিরা অংশ নেন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠা‌নের কার্যক্রমের স্বচ্ছতা, জবাব‌দি‌হিতা ও বরাদ্দের সুষম বন্টন নি‌শ্চিতকর‌ণে ভ‌বিষ‌্যৎ করণীয় নির্ধারণ ও সুপা‌রিশসহ বিভিন্ন বিষ‌য়ে আলোচনা করা হয়।