মেহেরপুরে ওএমএসের চাল-আটা বিক্রি শুরু

নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে আজ থেকে মেহেরপুরে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে।

ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে।

আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নামজুল হুদা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ,জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

মেহেরপুর জেলায় ১২ জন ডিলারের মাধ্যমে ১৬ টন চাল বিক্রি করা হবে। প্রতিদিন ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবে।