মেহেরপুরে ওজন কমাতে সেমিনার

মেহেরপুরে “ওজন কমাতে এবং এটিকে আটকে রাখতে উপযুক্ত ডায়েট ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মেহেরপুর খামারবাড়ির কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট (বারটান) খুলনা বিভাগীয় আঞ্চলিক ঝিনাইদহ কেন্দ্রের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় আঞ্চলিক ঝিনাইদহ কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো: নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: জাহিদুল আমিন।
মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ। বক্তব্য রাখেন মেহেরপুর কুষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ। সেমিনারে জেলার বিভন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।