মেহেরপুরে করোনা সন্দেহে প্রবাস ফেরত যুবকের ভাইরাসের আলামত পাওয়া যায়নি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের সৌদি আরব ফেরত যুবক গত মঙ্গলবার বিকেলে ঠান্ডা জ্বর নিয়ে ভর্তি হয়।

করোনা সন্দেহে তাকে জেনারেল হাসপাতালের আইসুলেশন ওয়ার্ডে চিকিৎসা নেওয়া কথা বলেন কর্ত্ববরত চিকিৎসক। এতে রোগির স্বজনরা ভিত হয়ে মঙ্গলবার রাতেই তাকে রেফার্ড করে ঢাকার উদ্যেশে নিয়ে যায়। সে এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরে আসে। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অভিসার ড. মুকলেছুর রহমান জানান যেহেতু ওই যুবক এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে এসেছে, তাই তার একটা ট্রাভেলিং হিস্টোরি আছে। সেই হিসাবে তাকে আইসুলেশন ওয়ার্ডে চিকিৎসার কথা বলি। স্বজনরা আতঙ্কিত হয়ে ঢাকায় নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি করে।

আজ পরিবারের লোকজনের সাথে জানা যায়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরীক্ষা-নিরীক্ষা শেষে তার করোনা ভারাসের আলামত পাওয়া যায়নি বলে চিকিৎসকরা নিশ্চিত করেন ।