
মেহেরপুরে রবিউল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। রবিউল বামনপাড়ার কৃষক আব্দুল গণির ছেলে এবং মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ওয়েল্ডিং বিভাগের ছাত্র ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বামনপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। কেউ কেউ বলছেন, তিনি কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আবার কেউ কেউ ধারণা করছেন, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
অন্যদিকে, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শফিউদ্দিন জানান, রবিউল ইসলাম একাদশ শ্রেণির ছাত্র ছিল এবং একাদশ শ্রেণির কোনো ফলাফল আজকে প্রকাশ করা হয়নি।
মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও প্রতিবেশী আরমান আলি বলেন, রবিউল ইসলাম এসএসসি পরীক্ষায় একবার ফেল করেছিল। এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ত। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এবং খুব ভালো ছেলে ছিল। আত্মহত্যা করার মতো কোনো কারণ আমি দেখি না।
আজ বৃহস্পতিবার এশার নামাজের পর রবিউল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আমদাহ কবর স্থানে দাফন করা হয়।