মেহেরপুরে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড, বিশ লক্ষ টাকার ক্ষতি

মেহেরপুর বড় বাজার সংলগ্ন আনারুল ইসলামের কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাপড়ের দোকানদার আনারুল ইসলাম জানান, শুক্রবার ঢাকা থেকে ৩ লক্ষ টাকার শীতের পোশাকসহ অন্যান্য কাপড় এনে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। শনিবার ভোর রাতে আমার কাছে ফোন আসে দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে দোকানে পৌঁছে দেখি মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনছে। কিন্তু ততক্ষণে আমার দোকান পুড়ে শেষ হয়ে গেছে।

তিনি আরও জানান, আগুনে আমার দোকানের হিসাব সংরক্ষণের খাতা ও সকল মালামালসহ অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা নিয়ে দোকানটা দাড় করিয়ে ছিলাম। এই অগ্নিকাণ্ডের কারণে আমি দিশেহারা হয়ে গেছি।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম মেহেরপুর প্রতিদিনকে জানান, ৯৯৯ এ আমাদের কাছে একটি সংবাদ আসে। সেই সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।