মেহেরপুরে কাল থেকে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

কাল থেকে শুরু হচ্ছে জেলায় জেলায় করোনা ভ্যাকসিন প্রয়োগ। মেহেরপুরে করোনা টিকা নিতে অনলাইনে রেজিষ্ট্রেশন করেছে এ পর্যন্ত ১১শ ৯০ জন। এর মধ্যে মেহেরপুর সদরে ৭শ ৭৮, গাংনীতে ৩শ ৩ ও মুজিবনগরে ১শ ৯ জন।

তবে এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলমান আছে বলে জানান সিভিল সার্জন ডা নাসির উদ্দিন। আগামীকাল রবিবার সকাল ১০টায় প্রতিটি জেলায় ভার্চুয়াল মাধ্যমে একযোগে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

মেহেরপুরের তিন উপজেলায় ইতিমধ্যে পৌঁছাছে করোনার ভ্যাকসিন। কাল থেকে প্রয়োগ করা হবে। ১৬টি বুথে জনবলসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গাংনীতে ৩টি বুথে, মুজিবনগরে ৩টি বুথে ও মেহেরপুর সদরে ১০টি বুথে দেওয়া হবে ভ্যাকসিন। মেহেরপুরে ৬ হাজার জনকে প্রথম ধাপে ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য নিয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

মেপ্র/এমএফআর