মেহেরপুরে কোন হাসপাতালেই নেই এন্টিভেনম

মেহেরপুরে কোন হাসপাতালেই নেই এন্টিভেনম

আজ ১৯ সেপ্টেম্বর। সাপে কাটা সচেতনতা দিবস। প্রতিনিত সাপে কেটে মানুষ হাসপাতালে ভর্তি হয়। সাপে কাটা রোগীর চিকিৎসায় এন্টিভেনম ইনজেকশন অন্যতম। এন্টিভেনম প্রয়োগের ফলে অনেক সাপে কাটা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অনেকে কুসংস্কারের প্রভাবে পড়ে ওঝাদের কাছে চিকিৎসা নিতে গিয়ে জীবন সংশয়ে পরেন, এমনকি প্রাণও হারাচ্ছেন। ফলে হাসপাতাল গুলো পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম থাকলে সাপে কাটা রোগীরা চিকিৎসা সুবিধা পাবেন। কিন্তু এন্টিভেনমের অভাবে অনেকে চিকিৎসা নিতে পারেন না।

মেহেরপুর জেনারেল হাসপাতালে এক সপ্তাহ ধরে এবং গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দীর্ঘদিন ধরে এন্টিভেনম নেই। ফলে সাপে কাটা রোগীরা এন্টিভেনম না পেয়ে ফিরে যাচ্ছেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জামির মো: হাসিবুস সাত্তার বলেন, সপ্তাহখানেক আগে হাসপাতালে এন্টিভেনম শেষ হয়েছে। চাহিদা পত্র পাঠানো হয়েছে আশা করছি অল্প কিছুদিনের মধ্যে সঙ্কট দূর হবে।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার তৌফিক আহমেদ জানান, গত জুন মাসে এন্টিভেনম শেষ হয়েছে। জুলাই মাসে চাহিদা পত্র পাঠানো হয়েছে। কিন্তু এখনো পাওয়া যায়নি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার দবির উদ্দিন বলেন, ৬ মাস আগে এন্টিভেনম শেষ হয়েছে। তিন বার লিখিত চাহিদাপত্র দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমাসে সিভিল সার্জন অফিসের মিটিংয়ে চাহিদার কথা মনে করিয়ে দেওয়া হয়। এখনো পাওয়া যায়নি।