মেহেরপুরে ক্রয়কৃত জমিতে ঘর নির্মানে বাধাঁ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে ক্রয়কৃত জমিতে ঘর নির্মান করতে গিয়ে প্রতিবেশির বাধাঁ মুখে পড়েছেন শরিফন খাতুন নামের এক মহিলা।

জমি দখল নেওয়ার দাবিতে শনিবার সকালে মেহেরপুর জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ মম্মেলনে ভুক্তভোগি শরিফন খাতুন বলেন, আমি গত দুই বছর আগে একই গ্রামের আনছার আলীর ও তার ভাইদের সাথে ৫ কাঠা জমি ক্রয় করি। সেই জমির পাশে আমি বসবাস করে আসছি। এখন আমি ক্রয়কৃত জমিতে ঘর নির্মান করতে গেলে প্রতিবেশি কিবরিয়া বিশ্বাসের ছেলে লিটন, রেন্টু, তাদের ভাগ্নে সজিব ও অপর এক প্রতিবেশি চকলেট ঘর নির্মানে বাধাঁ দেয়। সেই সাথে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর কাছে বিচারের দাবি জানালে তিনি বলেন কোর্টে যেতে। এর পর আমি পুলিশকে অভিযোগ করি সেখানেও কোন সুফল পাইনি। আসামীরা ইউপি চেয়ারম্যানের আত্মীয় এবং প্রভাবশালী হওয়ায় কোন জায়গাতেই সুবিচার পাইনি। উল্টো নিজেকেই হুমকির মুখে পড়তে হয়েছে।

এ ব্যাপারে মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি মেহেরপুর প্রতিদিনকে বলেন, যেহেতু জমি জায়গার ব্যাপার তাই আমি তাদের কোর্টে অভিযোগ করার পরামর্শ দিযেছি।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

মেপ্র/এমএফআর