মেহেরপুরে গত ১০দিনে আক্রান্ত ৫৯ জন

মেহেরপুরে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। গত ১০ দিনে নতুন করে ৫৯ জন আক্রান্ত হওয়ায় আতঙ্ক শুরু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত এক বৃদ্ধা মারা গেছেন।

তবে স্বাস্থ্য বিভাগ বলছে ঈদের ছুটিতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসায় মাইগ্রেন্ট এর কারণে করোনা কিছুটা বেড়েছে।
জেলা সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, গত ১৪ মার্চ থেকে গত ২৫ পর্যন্ত মেহেরপুর জেলায় ২২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১০ দিন অর্থাৎ ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত আক্রান্ত সর্বোচ্চ ৫৯ জন।

এর মধ্যে ১৬ মে ৪জন, ১৭ মে ৭ জন, ১৮ মে ৩ জন, ১৯ মে ৫ জন, ২০ মে ৬ জন, ২১ মে ৪ জন, ২২ মে ৪ জন, ২৩ মে ১৪ জন,২৪ মে ৬ জন এবং ২৫ মে ৬ জন আক্রান্ত হয়েছেন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, ঈদের সময় বিভিন্ন স্থান থেকে মানুষ মেহেরপুরে আসায় কিছুটা আক্রান্তের হার বেড়েছে। এদের অধিকাংশ মাইগ্রেন্ট। তবে জেলা স্বাস্থ্যবিভাগ সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষজনকে সতর্ক করে আসছে।