মেহেরপুরে চলছে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট

সড়ক ও পরিবহণ আইন ২০১৯ পরিবর্তনের দাবীতে মেহেরপুরে দ্বিতীয় দিনের মত ধর্মঘট চলছে। সোমবার দুপুর থেকে তারা হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন।

তবে জেলার বিভিন্ন সড়কে আলগামন, নসিমন, করিমন ও বিদ্যুৎচালিত অটোবাইকসহ ছোট খাটো যানবাহন চলছে। আকস্মিক এ সিদ্ধান্তে জেলার মানুষ জন চরম ভোগান্তিতে পড়েছে।

বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও চাকুরীজিবি লোকজন বেশী ভোগান্তিতে পড়েছে। মেহেরপুর জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, নতুন আইনে বড় ধরনের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে।

এতে চালকেরা সড়কে বাস চালাতে অনিহা প্রকাশ করেছেন। ফলে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কসহ জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন।

-নিজস্ব প্রতিনিধি