
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর হঠাৎপাড়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই যুবক। শনিবার (১৬ আগস্ট) ভোর রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে চুরির উদ্দেশ্যে ওই এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের নজরে পড়ে তারা। এসময় দ্রুত স্থানীয়রা তাদের আটক করে ফেলে।
আটককৃতরা হলো, পৌর শহরের কালাচাঁদপুর জামে মসজিদ পাড়ার খুকার ছেলে জসিম ও পোস্ট অফিস পাড়ার জনির ছেলে দাতা
পরে এলাকাবাসী তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।