
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করে।
আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ হাসিবুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলাম ও পিআইও সাইদুর রহমান।
স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক রুহুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক হাফিজুজ্জামান , আবুল হাসান, ফারাহ হোসেন লিটন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং এ বছর পরীক্ষায় এ প্লাস পাওয়াই সুরলা বিশ্বাস ও সামিয়া আক্তার জুঁইকে সংবর্ধনা প্রদান করা হয়।