
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ‘মার্চ ফর জাস্টিস’ শিরোনামে একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী আইনজীবীরা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন।
পদযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল আজম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু সালেহ মো. নাসিম, অ্যাডভোকেট তুহিন অরণ্য, আনোয়ার হোসেন, মোখলেসুর রহমান স্বপন, অ্যাডভোকেট আদিল করিম, আলমগীর ইকবাল আলম, আফরোজা খাতুন, মিজানুর রহমান, ফরিদ উদ্দিন, এহান উদ্দিন মনা, সাহেব আলী, আল মামুন অনাল, কল্লোলসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এই আন্দোলন অব্যাহত থাকবে।