মেহেরপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ মিছিল

মেহেরপুরে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ উপলক্ষে আলোচনা সভা আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৩ টার সময় জেলা জাতীয় পার্টির আয়োজনে বড় বাজার কাথলী বাসস্টান্ডে জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হাদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফারুক মল্লিক, জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক মোছাঃ মনিরা ইয়াসমিন, যুগ্ন আহবায়ক মোছাঃ আসমা খাতুন, জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠু আহাম্মেদ, জেলা যুব সংহতির আহবায়ক মোঃ মাহমুদুল হাসান, শ্যামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, মোঃ শরিফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ তাহাজ উদ্দিন সহ প্রমুখ।