মেহেরপুরে জাপান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে অর্থদন্ড

জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রীসহ বিক্রয় প্রতিনিধি শাফায়াতের হোসেনকে আটক করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর।

শাফায়াত হোসেন মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের আলামিন হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে বিজ্ঞাপন ও প্রচার পত্র বিলি করার সময় হাতে নাতে ধরে এ আদালত বসানো হয়।

মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সদর উপজেলার নুরপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে শাফায়েত হোসেন কে আটক করেন। তার নিকট থেকে সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫(১৩সালে সংশোধিত) এর ৫ ধারায় ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উদ্ধারকৃত সিগারেটের বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।