
আগামী ২৬শে জানুয়ারি মেহেরপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই উপলক্ষে আজ সোমবার মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
ইতিমধ্যে এমন খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির তাজউদ্দিন খান।
তিনি জানিয়েছেন, আগামী ২৬শে জানুয়ারি মেহেরপুরে সমাবেশে আসছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। তবে সমাবেশের স্থান নিয়ে চলছে পরিকল্পনা, সম্ভাব্য দুইটি স্থানকে বেছে নিয়েছে সংগঠনের দায়িত্বশীলরা, একটি হচ্ছে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠ ও অন্যটি মেহেরপুর সরকারি কলেজ মাঠ।
প্রশাসনিক অনুমতি সাপেক্ষে এই দুই স্থনের যেকোনো এক স্থানে সমাবেশ মাঠ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।