
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর মাওঃ তাজউদ্দিন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িপোতা ইউনিয়নের আমীর ডা. জামাল উদ্দিন।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক আবু জাফর সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য ও জেলা নায়েবে আমীর মাওঃ মাহবুব-উল আলম, মেহেরপুর সদর উপজেলা আমীর মাওঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম মাস্টার, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওঃ কাজী রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ আব্দুর রউফ (মুকুল) প্রমুখ।
এছাড়াও এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
								
				

 
												