মেহেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩৬শে জুলাই উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয় এবং মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। এসময় তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আজকের এই দিনে ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এতে শত শত ছাত্র ও জনতা নিহত ও আহত হয়। স্বৈরাচার সরকারের পতন হয়েছে এক বছর আগে, কিন্তু তাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। যেকোনো সময় তারা আবার মাথাচাড়া দিতে পারে। দল-মত নির্বিশেষে এই ঘাপটি মারা দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে না হলে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।
এসময় জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহমুদ আব্দুস সালাম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, মেহেরপুর ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমান
মেহেরপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামান (নাহিদ) উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এই গণমিছিলে জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।