মেহেরপুরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সদস্য আমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুনরায় যদি কেউ ফ্যাসিস্টের আসন গ্রহণ করতে চায়, এই দেশের মেধাবীদের দমিয়ে রাখতে চায়, আবারও যদি শিক্ষা ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে ষড়যন্ত্র করে তবে তাদের এই দেশ থেকে পালাতে বাধ্য করা হবে।
তিনি আরো বলেন, আপনারা একটি লড়াই অতিক্রম করে সফলতা অর্জন করেছেন। দীর্ঘ ১০ বছরের পরিশ্রম ও পড়াশোনার পর জীবনের প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করেছেন।
এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার খুবই কম ছিল, ঠিক সেই সময়ে আপনারা এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সুতরাং আপনারা নিঃসন্দেহে মেহেরপুরের মেধাবী শিক্ষার্থী।
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইদুর ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা তাজউদ্দিন খান।
তিনি বলেন, মাদক আমাদের চারদিকে জোরদার ভাবে ছড়িয়ে পড়েছে। এক গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এবং আফ্রিকায় যুবশক্তির সংখ্যা বিশ্বে শীর্ষস্থানীয়। এই যুবশক্তিই আমাদের মেধাবীদের কাজের জন্য অন্য দেশে নিয়ে যাচ্ছে। অনেকেই এসে আমাদের মেধাবীদের বহন করছে। ধীরে ধীরে আমরা নিচের দিকে নামছি। এই বছর প্রায় ৫০টি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীর অভাবে বন্ধ হয়ে গেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল-আমিন বকুল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর আমির সোহেল রানা ডলার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, পৌর শিবির সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি কামরুল ইসলাম নাহিদ, মুজিবনগর উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু তালহাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় ইসলামী সংগীত ও নাটক পরিবেশন করা হয় এবং শেষে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।