
মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে চিত্রাঙ্কন ও গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
জেলা শিক্ষা অফিসা মো: হযরত আলী বলেন, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন চলছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে গত বছরের গণ-অভ্যুত্থানের তাৎপর্য ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম বলেন, গত বছরের ১ জুলাই শুরু হয়ে ৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া এই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সেই সাহসী আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতেই এই চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়াও এসময় মেহেরপুর সরকার মহিলা কলেজের অধ্যক্ষ মুহা. আবদুল্লাহ আল-আমিন (ধুমকেতু), সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, টিটিসি’র অধ্যক্ষ ড. শামীম হোসেন, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক হাসানুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে গাংনী সরকারি ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেছে মেহেরপুর সরকারি কলেজ এবং প্রথম স্থান অর্জন করেছে মেহেরপুর সরকারি মহিলা কলেজ।
অন্যদিকে, ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রথম স্থান অর্জন করেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
জেলা পর্যায়ে প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা দেওয়া হবে।