মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে এই পুষ্পমাল্য অর্পণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপরে জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন।

এর পরপরই পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, এলজিডি, মেহেরপুর সিভিল সার্জেন্ট, জেলা নির্বাচন অফিস, উপজেলা আওয়ামী লীগ, পাবলিক লাইব্রেরী, জেলা সমাজসেবা, জেলা কারাগার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা পরিষদ, গণপূর্ত বিভাগ, জেলা প্রাণিসম্পদ মেহেরপুর, টিটিসি মেহেরপুর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক,

জেলা শিল্পকলা একাডেমী, পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুর, জেলা পরিবার পরিকল্পনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর পৌরসভা এবং যুবলীগ, মেহেরপুর শহর আওয়ামী লীগ, মেহেরপুর জেলা মহিলা লীগ সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করেন।