
মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিংহাটি গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান বলেন, “নির্বাচন নিয়ে কোনো প্রকার তালবাহানা বা প্রহসনের চেষ্টা করলে তা জনগণ মেনে নেবে না। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে আন্দোলনে অবিচল রয়েছে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাহিদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন, বারাদি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফারুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বারাদি ইউনিয়ন বিএনপি নেতা শামীম রেজা রুনু, রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।