মেহেরপুরে জোসনা বেকারির ২০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের জোসনা বেকারিতে ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ , নষ্ট পচা ডিম কেক তৈরিতে ব্যবহার, খাবারের মেয়াদের তালিকা না থাকা, অনুমোদনহীন প্রোডাক্ট বিক্রি করা, বিএসটিআই এর অনুমোদন ছাড়া দই তৈরি করায় ২০ হাজাার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় বেকারিতে ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ,  পচা ডিম কেক তৈরিতে ব্যবহার, অনুমোদনহীন প্রোডাক্ট বিক্রি করা, খাবারে মেয়াদের তালিকা না থাকা, , বিএসটিআই এর অনুমোদন ছাড়া দই তৈরি করার কারনে বেকারির মালিকের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।