মেহেরপুরে টিনের চিমনি দিয়েই ইট পোড়ানো প্রস্তুতি

মেহেরপুর জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি সত্তে¡ও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় টিনের চিমনি দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইট ভাটা মালিকরা।

ফলে ইট ভাটা এলাকার পরিবেশ বিনষ্ট হবে এবং আসেপাশের মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে।
মেহেরপুর জেলার প্রায় ৪০টি ইট ভাটার মালিক গত মৌসুমে টিনের চিমনি দিয়ে ইটের পুড়িয়ে ছিল।

বর্তমান জেলা প্রশাসক মো: আতাউল গনি ঐসকল ইট ভাটা মালিকদের নিয়ে মত বিনিময় করে তাদের নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন। সেমতে গতবছর টিনের চিমনি দিয়ে ইট পুড়িয়ে বিক্রি করেছিল।

জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি থাকা সত্বেও টিনের চিমনি দিয়ে ইট পোড়ানো জন্য এবছরও সেই সব ভাটা মালিকরা আবারো একই ভাবে টিনের চিমনি দিয়েই ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায় মেহেরপুর সদর উপজেলার ভবানন্দপুর, টেংরামারী, কাঁঠালপাতা, গাংনীর ধানখোলা সড়ক, গাড়াডোব, সাহারবাটি সড়কের পাশে সহ বিভিন্ন গ্রামে টিনের চিমনি দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি গ্রহন করছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো: আতাউল গনি‘র দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এবছর আমি কোন ভাবেই টিনের চিমনি দিয়ে ইট পোড়াতে দেবো না। এর জন্য জেলা প্রশাসনের যা যা করা প্রয়োজন তার সব কিছুই গ্রহন করা হবে।

নিজস্ব প্রতিনিধি