মেহেরপুরে টেলিটক কাস্টমার কেয়ারের যাত্রা শুরু

বাংলাদেশ সরকারের মোবাইল সিম অপারেটর টেলিটক এই প্রথম মেহেরপুরে চালু করলো কাস্টমার সার্ভিস সেন্টার। রবিবার দুপুরে মেহেরপুর কাশারীপাড়া সংলগ্ন মতু চেয়ারম্যান এর বাড়ির সামনে আনুষ্ঠানিকভাবে সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। বাংলাদেশ টেলিটক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন ভার্চ্যুয়াল কনফারেন্সে নতুন কাস্টমার কেয়ারের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

নতুন কাস্টমার কেয়ারের উদ্বোধন কালে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সেলস ডিস্ট্রিবিউশন ইনচার্জ মামুনুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের সেলস ডিস্ট্রিবিউশন ও সিআরএম এর মহা ব্যবস্থাপক শেখ ওয়াহিদুজ্জামান, খুলনা বিভাগীয় ইনচার্জ হুমায়ন কবির, কুষ্টিয়া-চুয়াডাঙ্গা ইনচার্জ হাসান শাহরিয়ার, মেহেরপুর সেন্টারের ইনচার্জ শফিরুল ইসলাম, কুষ্টিয়া সেলস ইনচার্জ ফজলে রাব্বি।