মেহেরপুরে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে কর্মশালা

মেহেরপুরে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার মেহেরপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে সিভিল সার্জন অফিস মিলনায়তনে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা সম্পর্কিত সাংবাদিকদের সাথে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মকলেছুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দুসহ দুই প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।