
মেহেরপুর শোলমারী সড়কের তেরঘরিয়া বিলের কাছে দ্রুতগামী মোটরাসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ শাওন আলী (১৪) নিহত ও তার অপর বন্ধু মোঃ সৌরভ (১৭) আহত হয়েছেন।
আজ বুধবার (১৭ মে) বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে, মারা যায় বিকাল ৩ টার দিকে।
নিহত মোঃ শাওন আলী সদর উপজেলা শোলমারী গ্রামের পাঠানপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে ও ষোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। মোঃ সৌরভ একই গ্রামের জিব্রাইল ওরফে জিতু’র ছেলে ও একই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
আহত শৌরভ মেহেরপুর-২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, হতাহতরা মোটরসাইকেল যোগে শোলমারী থেকে মেহেরপুর আসছিল। তারা মেহেরপুর শোলমারী রাস্তার মাঝামাঝি তেরঘরিয়া বিলের রাস্তার পাশে পৌঁছালে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাওয়ার টিলারকে ধাক্কা মারে। এতে ওই দুই কিশোর মারাত্বক আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত শাওন আলীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে পাবনার কাছে গিয়ে শাওন মারা যায়।


