মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপি'র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে শহরের শেখপাড়া ও কালাচাঁদপুরে এ কর্মসূচি পালিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বিএনপি নেতারা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি তারা বিএনপি'র প্রতীক ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় পৌর বিএনপি'র সাবেক নেতা হাবিব ইকবাল, ফজলু খানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও অনেকেই উপস্থিত ছিলেন।