মেহেরপুর মল্লিক পাড়ায় নকিম উদ্দীনের বাড়িতে আগুন

মেহেরপুর মল্লিক পাড়া সংলগ্ন মৃত হাজী নেহাজ উদ্দীনের ছেলে নকিম উদ্দীনের বাড়ি পুড়ে ছায়, বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করচ্ছে।

বাড়ি মালিক নকিম উদ্দিন জানান, আমি চাকরি করি তাই বাসার বাইরে ছিলাম, আমার কাছে বড় ছেলে ফোন করে বলে বাড়িতে আগুন লেগেছে। এমন সংবাদ পেয়ে বাসায় যেয়ে দেখি মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রীনে এনেছে। কিন্তু ততখনে আগুনে আমার দুই তলা ভবনের সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে।

তিনি আরও জানান, আগুনে আমার বাড়ির দুই তলা ভবনে রান্না ঘর, সুফা, বেডরুম,টিভি,ফ্রিজ, দুইটা লেপটপ সহ সব কিছু পুড়ে ছাই, আল্লাহ আছে অনেক শুকরিয়া যে আমার দুই ছেলের কিছু হয়নি।

এই বিষয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁইয়া মেহেরপুর প্রতিদিনকে জানান,৯৯৯ এ আমাদের কাছে একটি সংবাদ আসে। এবং সেই সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছিয়ে ততখনিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং নিয়ন্ত্র কালে ঘর থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ফ্রিজ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।