মেহেরপুরে নতুন ১০ জন করোনা আক্রান্ত

মেহেরপুরে প্রাণঘাতী করোনো ভাইরাসে আরো ১০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়াল ৬৩ জনে।

গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানান, ফলাফল এসেছে ৪০টি। এর মধ্যে নতুন করে ১০ জন (সদর-৪, গাংনী-২, মুজিবনগর-৪), করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে মেহেরপুর জেলায় বর্তমানে পজিটিভ কেইস এর সংখ্যা ৫৯ (সদর- ৩৬, গাংনী- ১৬, মুজিবনগর- ৭) জন।

এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৬২৭১ টি। মৃত্যু- ১৭ জন (সদর- ৯, গাংনী- ৬, মুজিবনগর- ২), সুস্থ্য- ৭২৩ জন (সদর- ৪০৫, গাংনী-২৩৩, মুজিবনগর- ৮৫), ট্রান্সফার্ড- ৬২ জন (সদর- ৪৬, গাংনী- ১৪, মুজিবনগর- ২)।

ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার সেলিনা আক্তার (৪৯), শাহাজিপাড়ার মোমেনা (৬১), গোপালপুরের মনোয়ারা (৫০), গাংনী উপজেলার কাথুলীর মোমেজান নেছা (৭০), মটমুড়ার শফিউল আযম (৬২) ও মুজিবনগর উপজেলার বাগোয়ানের আমিরুল ইসলাম (২৮), গোপালপুরের ছালেহার খাতুন (৫০), সুমিতা আক্তার (১৫), শমসের আলী (৬২) ও আটকবরের বিল্লাল হোসেন (৫৫)।

সবাইকে সামাজিক দূরত্ব মেনে নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।