মেহেরপুরে নতুন ১২ জন করোনায় আক্রান্ত, মোট ৫৬১ জন

মেহেরপুরে  নতুন করে আরো ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, গাংনীতে ৪ জন এবং মুজিবনগরে ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৬১ জনে।

শনিবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডা.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ প্রাপ্ত ৩৬ টি রিপোটের মধ্যে ১২ টি পজিটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৩৬২৫ টি।

মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত রয়েছেন ২৫ জন। এর মধ্যে সদরে ২৬, গাংনী ৩৩, মুজিবনগরে ১৬ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। তার মধ্যে সদরে ৬, গাংনী- ৫, মুজিবনগর -১)। সুস্থ হয়েছেন ৪২৯ জন । অন্যত্র ট্রান্সফার্ড করা হয়েছে ৩৯ জনকে।

ভিন্ন ভাবে পাওয়া আক্রান্তরা হলেন- সদর উপজেলার সুবিধপুর শিশিরপাড়ার হাসনা হেনা (৪৪), শহরের ফুলবাগান পাড়ার তহমিনা (৩০), শ্যামপুরের মাসুদ (২৪),মশিউর রহমান (৩৬), বিদ্যুৎ অফিসের জাহাঙ্গীর আলম (৪০),সদরের জাকির হোসেন (৫৬), পুলিশ লাইনের আবারত হোসেন (৫১), গাংনী চৌগাছার আমেনা খাতুন(৫২), সারা সকিনা (৭২), হোগলবাড়িয়ার রহিমা আফরোজ (১৮), গাংনী শহরের রুমা (২৮) এবং মুজিবনগরের সোনাপুর গ্রামের সানোয়ার খাতুন (৪৫)।