মেহেরপুরে নতুন ৯ জন করোনা আক্রান্ত

মেহেরপুরে প্রাণঘাতী করোনো ভাইরাসে আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়াল ৫৩ জনে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানান, ফলাফল এসেছে ২৯টি। এর মধ্যে নতুন করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৪ জন ও ৩ জন গাংনীর, মুজিবনগরের ১ জন এবং চুয়াডাঙ্গার দামুড়হুদার ১ জন বাসিন্দা। এ এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।
এ নিয়ে জেলায় প্রাপ্ত রির্পোট ৬ হাজার ২৫৩টি। মোট আক্রান্ত ৮৫২ জন এবং মৃত্যুবরণ করেছে ১৭ জন, সুস্থ ৭২১জন, ট্রান্সফার্ড ৬২ জন।
ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় মেহেরপুর টিএন্ডটি পাড়ার তহুড়া খাতুন(৬৫), তাঁর ছেলে মফিজুর রহমান (৪২), আমঝুপির মর্জিনা খাতুন(৬০),বারাদির আমেনা খাতুন(৬০),গাংনীর ফজলুল হক(৫২), কাজিপুরের রাজু আহমেদ(৩০),বাঁশবাড়িয়ার মাহাফুজা (২৪), মুজিবনগর রামনগরের নজরুল ইসলাম(৭০) এবঙ দামুড়হুদার কামাল হোসেন (৪৮)।

সবাইকে সামাজিক দূরত্ব মেনে নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।