মেহেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকাে ৯ টার সময় মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীর নেতৃতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
কেক কাটার পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাফিজুর সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ মোঃ মোখলেছুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নার্স সুপার ভাইজার পাপিয়া খাতুন, হাবিবা সুলতানা, কুলসুম খাতুন,আসাদুর রহমান, সাইদা মরিয়ম, নাজমা খাতুন, রহিমা খাতুন প্রমুখ।
পরে নার্সদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।