মেহেরপুরে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মেহেরপুর পুলিশ লাইন্সে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার ৫ম ব্যাচের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিট থেকে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হকসহ প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও আচরণগত সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।