
মেহেরপুরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর আর্থিক সহায়তায় এবং দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস)’র বাস্তবায়িত “রিকভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট” (রেইজ) প্রকল্পের আওতায় এই দিবসটি উদযাপন করা হয়।
র্যালিটি সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, প্রকল্পের সমন্বয়কারী মোঃ হারুন অর রশীদ, অফিসার (এলএসইডি) মোঃ মোফাজ্জেল হোসেন (লিমন), সিএমও মোঃ শাহিন আলী, এও মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।
এছাড়াও রেইজ প্রকল্পের শিক্ষানবিশ, প্রধান সদস্য, তরুণ উদ্যোক্তা, ডিবিএস ও রেইজ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেয়।