মেহেরপুরে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মেহেরপুরে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লক্ষ্যে মেহেরপুর জেলায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টার সময় মেহেরপুর সরকারি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে মনোনিত ১৬৩ জন নারী পুরষ এ পরীক্ষায় অংশ নেন।

পুলিশ নিয়োগ বোর্ডের সভাপতি মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা শেষে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় পুলিশ সুপার বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল প্রার্থীগণ নিজ যোগ্যতা বলে সকল পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হতে পারবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থী নিজ যোগ্যতা ও মেধার উপর সফলতার সাথে উর্ত্তীণ হবে সে-সকল প্রার্থীদের ভাইবা পরীক্ষার জন্য মনোনীত করা হবে। পুলিশ সুপার আরও বলেন, কোন প্রার্থী ও তাদের পরিবারবর্গের যদি কোন প্রতারক বা দালালের প্রলোভনে না পড়ে সে জন্য সবাইকে সর্তক থাকতে হবে।

শেষে তিনি লিখিত পরীক্ষার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।