মেহেরপুরে পুলিশ কনস্টেবলের হাতে সাংবাদিক লাঞ্চিত

মেহেরপুরে পুলিশ কনস্টেবল জুয়েল রানার হাতে লাঞ্চিত হয়েছে দৈনিক আমার সংবাদ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান। রবিবার সকালের দিকে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সাংবাদিক মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনটি আছাড় মেরে ভেঙে ফেলে পুলিশ কনস্টেবল জুয়েল রানা। সেই সাথে তার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

সাংবাদিক মিজানুর রহমান জানান, আমার ভাগ্নি সাথী খাতুনের সাথে মেহেরপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল জুয়েল রানার সাথে প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে প্রতারনার অভিযোগ ওঠে। এসব বিষয়ে কনস্টেবল জুয়েলের সাথে কথা বলার জন্য মেহেরপুর অঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আমি যায়। সেখানে তার সাথে কথা বলার এক পর্যায়ে আমার সার্টের পকেটে থাকা আমার মোবাইল ফোনটি নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। সেই সাথে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, সাংবাদিকের সাথে যে ঘটনা ঘটেছে এটা দুখ:জনক। আমরা অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো। সেই সাথে সাংবাদিকের যে ক্ষতি হয়েছে সেটা পূরনের ব্যবস্থা করবো।

মেপ্র/এমএফআর