মেহেরপুরে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার” শ্লোগানে ২০২০-২১ অর্থবছরের খরিপ ১/২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে মেহেরপুর সদর উপজেলার ৩ হাজার ৭শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর সদর এর উদ্দ‍্যোগে বুধবার সকাল সাড়ে ১১ টায় নির্বাহী অফিসার মাসুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত কৃষকের হাতে তুলেদেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর সদর উপজেলা কর্মকর্তা নাসরিন পারভীন, মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম ও লতিফুন্নেছা লতা প্রমুখ।

এসময় রোপা আউশ ধান ১বিঘার জন্য ৫ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি করে জনপ্রতি কৃষকদের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। জেলায় ৮ হাজার ৪’শ জন প্রান্তিক চাষীদের মাঝে এসকল উপকরণ বিতরণ করা হবে।