মেহেরপুরে একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বেলার নেটওয়ার্ক সদস্য হাবিবি ফেরদৌস ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একবার ব্যবহার্য প্লাস্টিক আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। প্লাস্টিক যেমন সহজে পচে না, তেমনি এটি মাটি, পানি ও বায়ু দূষণের অন্যতম কারণ। সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলা যে প্রশংসনীয় কাজ করছে, তা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে।”
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক এস. এম. আশরাফুল হাবিব, বেলা’র খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল এবং বেলা’র নেটওয়ার্ক সদস্য কাজল মাহমুদ প্রমুখ।