মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ পদ্ধতি ইঞ্জিনচালিত পাখি ভ্যানের সিটের সাথে ফেনসিডিল বহন করেও রেহায় পেলনা মাদক মাদক ব্যবসায়ী স্বপন (২২)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-১২) একটি টিম আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করেন।

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। আটক স্বপন ইসলাম গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সন্ধ্যায় র‌্যাব গাংনী ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে ব্যাটারি চালিত পাখিভ্যানযোগে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল স্বপন ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ২৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

অভিযানে ফেনসিডিল ছাড়াও একটি মোবাইল ফোন ও ফেনসিডিল বহনকরা পাখিভ্যানটি জব্দ করা হয়েছে।
নেতৃত্ব দেন র‌্যাব ১২ সিসিপি ৩ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান।

র‌্যাব জানায়, আটক স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে বাদশা নামের এক ব্যক্তির নাম পরিচয় জানিয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া এই বাদশাকে আটকের চেষ্টা করছে র‌্যাব।

আটক স্বপন ও পলাতক বাদশার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় স্বপনকে আদালতে সোপর্দের জন্য গাংনী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।