মেহেরপুরে ফৌজদারি মামলায় মোঃ সাবেদ আলীকে ২ বছর এবং মোছাঃ জরিনাকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার দুপুরে মেহেরপুর চীৃফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ মার্চ সকাল ৯টার দিকে বাদীর বসতবাড়িতে প্রবেশ করে বাদীর শ্বশুর মহিরুদ্দিন ও স্ত্রী রঙ্গিলা খাতুনকে গালাগালি করা হয়। প্রতিবাদ করলে আসামিরা তাদের এলোপাথাড়ি মারপিট করে। একপর্যায়ে ১নং আসামি ধারালো রামদা দিয়ে বাদীর শ্বশুরের মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। ২নং আসামি হাসুয়া দিয়ে মাথায় কোপ মারতে গেলে শ্বশুর তা বাম হাতে ঠেকান এবং তার হাতে রক্তাক্ত জখম হয়।
বাদীর স্ত্রী রঙ্গিলা খাতুন পিতাকে রক্ষা করতে এগিয়ে গেলে ৩নং আসামি ধারালো হাসুয়া দিয়ে পেটে কোপ মারতে গেলে তা তার বাম পায়ের উরুতে লাগে এবং রক্তাক্ত জখম হয়। এরপর ৫নং আসামি লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে স্ত্রী হাত দিয়ে ঠেকালে তার হাতে জখম হয়। পাশাপাশি ৪নং আসামি বাঁশের লাঠি দিয়ে তাকে পিটিয়ে ফোলা-কালশিটে জখম করে।
আসামি সাবেদ আলী ও তার স্ত্রী জরিনা খাতুনের বিরুদ্ধে গাংনী থানায় এফআইআর নং ১৪, তাং ১৭/১০/২০১০, ধারা ৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ পেনাল কোডে মামলা চলমান রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নথি ও সাক্ষ্য পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।