মেহেরপুরে বাল্য বিবাহের অপরাধে দু’বর ও বরের পিতাকে অর্থদন্ড

মেহেরপুরের গাংনীতে বাল্য বিবাহ প্রতিরোধে পৃথক দ’ুটি অভিযানে দুই বর ও এক বরের পিতার উভয়কে মোট চল্লিশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকার পৃথক দু’টি অভিযান পরিচালনা করেন।

শুক্রবার দুপুরে গাংনীর রামকুষ্ণপুর ধলা গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে বর মোঃ মোমিনুল ইসলামের দশ হাজার টাকা ও বরের পিতা আঃ হামিদের দশ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে মেহেরপুর সদর উপজেলার আঃ হামিদের ছেলে মোমিনুল ইসলাম (২২) এর সাথে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের স্কুল ছাত্রী মাহফুজা খাতুনের বিয়ে হচ্ছিল। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ের আসরেই তাদের ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ডে দন্ডিত করেন এবং বিয়ে বন্ধ করেন।

অপরদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নির্দেশে উপজেলার হিন্দা গ্রামে শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় অভিযান চালিয়ে বাল্য বিয়ে করার অপরাধে ফিরোজ নামের এক জনকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে । অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।

তাকে গাংনী থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দন্ডিত ফিরোজ গাংনী উপজেলার ঢেপা গ্রামের বাবুল হোসেনের ছেলে। গত তিন দিন আগে হিন্দা গ্রামের প্রবাসী আব্বাস আলীর মেয়ে দশম শ্রেনীর ছাত্রী রোকসানার সাথে বিয়ে হয়। এ অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৯ এর ৮ ধারায় তাদেরকে দন্ডিত করা হয়েছে।

গাংনী প্রতিনিধি: