মেহেরপুরে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

মেহেরপুরে আলোচনা সভা, মৌন পথযাত্রাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে জেলা বিএনপি।
সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন এর নেতৃত্বে মৌন পথযাত্রা শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের শহীদ বেদীতে পূস্পমাল্য অর্পণ করে।

এসময় সেখানে শহীদ বুদ্ধিজীবি সহ রক্ত ত্যাগে অর্জিত সকলের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

আলোচনা সভায় মাসুদ অরুন বলেন জাতির শ্রেষ্ট্র সন্তানদের আত্মত্যাগ স্বাধীনতার রজত জয়ন্তী পূর্তির এই শুভক্ষণে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণমানুষের কাংখিত রাষ্ট্র বিনির্মাণে যে সংগ্রাম তা চলমান থাকবে। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক রাইহানুল কবীর,যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারন সম্পাদক কাওছার আলী, মুজিবনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদেল আহবায়ক লিয়াকত আলী, মুজিবনগর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসান, গাংনী উপজেলা আহবায়ক আবুল মালেক চপল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ সেনজির, তৌফিক এলাহী সাকিল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক বখতিয়ার খালিদ বুলবুল, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজন, মেহেরপুর সরকারী কলেজের আহবায়ক ফাহিম আহনাফ লিংকন, পৌর ছাত্রদলের আহবায়ক তৌফিক এলাহী প্রমুখ।