চট্টগ্রাম আইনজীবি সমিতির সদস্য এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় মেহেরপুর জেলা আইনজীবী ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম, মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মখলেছুর রহমান খান (স্বপন) বক্তব্য রাখেন।
https://youtu.be/49rfZbPplXo?si=-bJoaCiuue4m-XJj
এছাড়াও এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আদিল করিম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল আযম খোকন, এ কে এম জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক
আরিফুজ্জামান, এডভোকেট আ. ন. ম. আল মামুন (অনল) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।