মেহেরপুরে বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ

মেহেরপুরে বিদ্যুতের ভুতুড়ে বিলের বোঝা বয়ে বেড়াচ্ছেন গ্রাহকরা। এমন অভিযোগ তুলেছেন বেশকয়েকজন গ্রাহক। ভুতুড়ে বিলের সমস্যায় পড়ে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এ নিয়ে বিদ্যুৎ অফিসে ধর্ণা দিলেও কোন সুরাহা পাচ্ছেন না গ্রাহকরা।

মেহেরপুর কাথুলী সড়কের সেনাবাহিনীর সার্বেক সার্জেন্ট মহিবুল ইসলাম এমনই এক অভিযোগ করেছেন মেহেরপুর প্রতিদিন এর কাছে।

তিনি জানান, প্রতি মাসে তার দোকানে সর্বোচ্চ ১০ ইউনিট বিদ্যুৎ ব্যাবহার হয়। অথচ জুন মাসে ১৩৫ ইউনিট ব্যবহার দেখিয়ে বিল করা হয়েছে ১হাজার৩৬৯ টাকা। তিনি জানান, এ নিয়ে বিদ্যুৎ অফিসে গেলেও কোন সুরাহা হয়নি। উল্টো বিদ্যুৎ বিল দ্রুত পরিশোধ করার জন্য তাগাদে দেন।

শহরের হোটেল বাজার শাহানাজ বেগম জানান, তার বাসাতেও অতিরিক্ত ২০০ ইউনিটের বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে। ইউনিটের স্পেল অনুযায়ী বিদ্যুৎ দাম বৃদ্ধি হওয়ায় অতিরিক্ত দুই হাজার টাকা বিদ্যুতের বিল দেওয়া হয়েছে। এর থেকে পরিত্রাণের চাই।

এ ব্যাপারে বিদ্যুৎ সররবরাহ শাখার নিবার্হী প্রকৌশলী সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।