মেহেরপুরে বিদ্যুৎস্পর্শে কৃষক নিহত

মেহেরপুরে বিদ্যুৎস্পর্শে কৃষক নিহত

জমিতে মটারে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৬৫) নামের এক কৃষক মারা গেছেন।

নিহত আলমগীর হোসেন মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের উত্তর পাড়ার সালামত উল্লাহ’র ছেলে।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে স্থানীয় আলমপুর মাঠে এই ঘটনা ঘটে।

এদিকে লাশ দাফনের সময় পুলিশী বাঁধা সৃষ্টি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতা পরে সুরাহা হয়।

স্থানীয়রা জানান, কৃষক আলমগীর হোসেন তার নিজ জমিতে মটারে সেচ দিতে যান। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তারে জড়িয়ে সে মারাত্মক আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সন্ধ্যার সময় পারিবারিকভাবে লাশের জানাজার প্রস্তুতি চলছিল।

এসময় সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের দাফনে বাঁধা দেন। এবং লাশের ময়না তদন্তের জন্য মেহেরপুর মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার চেষ্টা করেন।

পরে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের হস্তক্ষেপে রাত সাড়ে ৯ টার দিকে দাফন করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, এই মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় পুলিশ লাশের ময়না তদন্তের পর দাফনের কথা বলা হয়েছে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় লাশের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।