মেহেরপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি মহোদয় এর সাথে জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি ।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) এস এম ফয়সাল, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, জেলা আইনজাবী সমিতির সভাপতি মিয়াজান আলী, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, গাংনা উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ হালিম বক্তব্য রাখেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকির রহমান , মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিট্টেট হাফিজ আল আসাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ।

খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি মহোদয় বলেন মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে, উনি যুদ্ধ করেছিলে বলেই আজকে আপনার বাংলাদেশ উনি যুদ্ধ করেছিল বলেই আজকে আপনি লাল সবুজের পতাকার সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন তাই তাদেরকে সবসময় সম্মান করতে হবে।কেননা ইচ্ছা করলেও আগামী ২০ বছর পর ৫০ জন মুক্তিযোদ্ধাকে অডিটোরিয়াম রুমে সম্বর্ধনা দিবেন আপনি কি জোগাড় করতে পারবেন তাই কোন অবস্থাতেই কোন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কোন অমর্যাদাকর আচরণ করা যাবে না ।
এই মতবিনিময় সভায় জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়ন এবং সমস্যার কথা তুলে ধরা হয়।
এই মতবিনিময় সভার শেষে মেহেরপুর জেলা হিসেবে ৩৭ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা হয়েছে ।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি কেক কেটে মেহেরপুর জেলার ৩৭ তম প্রতিষ্ঠার দিনটি উদযাপন করেন। এসময় বিভাগীয় কমিশনার মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে কেক তুলে দেন ।

অনুষ্ঠান শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি মেহেরপুর জেলা প্রশাসনের ছাদ বাগানে একটি চায়না-৩ লিচুর চারা রোপণ করেন।