মেহেরপুরে বিশিষ্ট সাংস্কৃতিক জন ও ভাষা সৈনিক ননী গোপাল ভট্টাচার্য আর নেই

মেহেরপুরের প্রবীণ ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ও মেহেরপুর মাধ্যিমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য পরলোক গমন করেছেন।
আজ শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ শহরের হোটেলবাজারস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্যের কাকা। তিনি মৃত্যুকালে তিন ছেলে , ২ মেয়ে, নাতি নাতকুড়ীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছন।

আজ রাত ১১ টায় মেহেরপুর পৌর শশান ঘাটে সংকার কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভাষা সৈনিক ও সাংস্কৃতিক কর্মী ননী গোপাল ভট্টাচার্যের মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এম এ এস ইমন, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, শামিম জাহাঙ্গীর সেন্টু, শামিমুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবন্দরা।