মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ কেমিস্টস্ ও ড্রাগিস্টস্ সমিতি মেহেরপুর জেলা শাখা।
বুধবার বেলা সাড়ে বারোটার দিকে মেহেরপুর রেস্তোরা স্বাদ বিলাস সভা কক্ষে আব্দুল লতিবের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মেহেরপুর সদর উপজেলা শাখার ১৫ জন ও মুজিবনগর উপজেলা শাখার ১৫ জন করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বিসিডিএস এর মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুল হক এর নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা শেষে আলোচনা সভায় মেহেরপুর জেলার ঔষধ ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ সময়মতো কোম্পানির নিকট হস্তান্তর, ঔষধের এমআরপি রেট, অবৈধ ওষুধ বিক্রয় বন্ধসহ নানা বিষয় আলোচনা করা হয়। মেহেরপুর জেলায় ড্রাগ অফিস হওয়ায় মেহেরপুর জেলা বিসিডিএস এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিসিডিএস এর সহ-সভাপতি রাকিবুল হাসান রন, কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলী, জালাল উদ্দিন সহ মেহেরপুর সদর উপজেলা শাখা ও মুজিবনগর উপজেলা শাখা কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মেহেরপুর জেলা বিসিডিএস এর কার্যনির্বাহী সদস্য রিনু।